Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ- মোঃ আব্দুল আলীম, চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৬-৪২২২৬২, মোঃ আব্দুল আলীম, ইউপি সচিব, মোবাইল- ০১৭১৮ ৭৬৮৬৮৪, মোঃ আনোয়ার হোসেন উদ্যোক্তা, মোবাইল- ০১৩২১-৯৬১০১৮ অথবা ০১৭১৪-৭৭৯০৩৭ ধন্যবাদ...   * খেদাপাড়া ইউনিয়ন ওয়েব পোর্টালের কাজ হালনাগাদ করা হচ্ছে। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাকে দুংখিত। 



শিরোনাম
করোনা ভাইরাসের গণবিজ্ঞপ্তি
বিস্তারিত

সম্মানিত.
ইউন‌িয়ন বাসী,

করোনা ভাইরাস সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি!

এতদ্বারা খেদাপাড়া ইউন‌িয়ন‌ের সর্ব সাধারন‌ের অবগত‌ির জন্য জানানো যাচ্ছে যে,
বিগত ১৫ দিনের মধ্যে বিদেশ থেকে কেউ আসেন, তবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বর অথবা গ্রাম পুলিশের কাছে তাহার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদানের জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি।
পাশাপাশি আপনাদ‌ের সকলের নৈতিক দায়িত্ব হলো আপনার প্রতিবেশী কেউ বিদেশ ফেরত অাসলে অনুরুপভাবে জানানো।
যদি মনে করেন বা দেখেন যে, বিদেশ ফেরত কেউ আসার পর ১৫ দিন নিজ বাড়ীতে অবস্থান না করে বাহিরে ঘোরাঘুরি করছে, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট মেম্বর/ইউনিয়নের চেয়ারম্যান - কে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।

জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন
চেয়ারম্যান-.০১৭১১২৪৬৪৯৪
সচিব-.০১৭১২-৪৪৮১৯৯

"বিষয়টি অত্যন্ত জরুরী।
বি.দ্রঃ বিদেশ থেকে আগত কেউ যদি তার ইনফরমেশন সেচ্ছায় না দিতে চায় তাহলে নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশ বাড়ি বাড়ি যেয়ে ইনফরমেশন কালেক্ট(ইনফরমেশন ফর্ম অনুযায়ী)করে ইউনিয়ন চেয়ারম্যানের নিকট জমা দিবেন।
এবং চেয়ারম্যানগণ উল্লেখিত পূরনকৃত ফর্মটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিবেন।
...... চিহ্নের স্থলে নিজের ইউনিয়ন পরিষদের নাম, চেয়ারম্যান ও সচিবের মোবাইল নং বসবে।

অনুরোধক্রমে
চেয়ারম্যান
খেদাপাড়া ইউনিয়ন পরিষদ
মণিরামপুর, যশোর।

ছবি
প্রকাশের তারিখ
01/03/2020
আর্কাইভ তারিখ
30/07/2020